প্রিয় জেআরসি স্যারের স্মৃতির প্রতি সশ্রদ্ধ সালাম

শেয়ার করুন          প্রত্যেকের কাছে দেশ হচ্ছে একটি প্ল্যাটফর্ম, আত্মপরিচয়ের কাঠামো যা তাকে বাঁচিয়ে রাখে, উদ্দীপ্ত করে জীবনের পথে এগিয়ে যেতে। আমরা দেশকে আশ্রয় করে বেঁচে আছি, টিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কিন্তু ক’জন পারছি নিজের কাজ দিয়ে দেশকে এগিয়ে নিতে? বাংলাদেশের গর্বিত সন্তান জেআরসি পেরেছিলেন। জামিলুর রেজা চৌধুরীকে কবে থেকে সবাই জেআরসি বলতে শুরু করেছিল, জানা নেই। মেগা জামিলুর রেজা চৌধুরী বলুন আর ন্যানো উচ্চারণে জেআরসি’ই বলুন, তফাত নেই। সত্যিকারের দেশপ্রেমিক এই মেধাবী মানুষটি বাংলাদেশকে সনাতন ভাবনার বলয় থেকে বের হয়ে আউট অব দ্য বক্স ইমেজ নিয়ে এগিয়ে নিতে পরিকল্পনা করেছেন, … Continue reading প্রিয় জেআরসি স্যারের স্মৃতির প্রতি সশ্রদ্ধ সালাম